পেটে ১০৯টি ডিম নিয়ে সৈকতে ভেসে এলো মৃত কাছিম

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

এবার পেটে ১০৯টি ডিম নিয়ে কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত সামুদ্রিক কাছিম। বুধবার রাতে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সমুদ্র সৈকতে মা কাছিমটির মৃতদেহ ভেসে আসার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে সেটি সংগ্রহ করে ময়না তদন্ত করেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা। তাদের ধারণা, কাছিমটি কক্সবাজার সৈকতে ডিম পাড়তে আসার পথে সাগরে জেলেদের জালে আটকা পড়ে বা অন্য কোন দুর্ঘটনায় মারা গেছে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর জানান, বুধবার রাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে একটি মৃত কচ্ছপ ভেসে আসার খবর পেয়ে বোরির সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানটির একদল বিজ্ঞানী গতকাল বৃহস্পতিবার দুপুরে মৃত সামুদ্রিক কচ্ছপটি উদ্ধার করেন এবং এর মৃত্যুর কারণ নির্ণয়ে ময়না তদন্ত করেন।

তিনি জানান, প্রায় ৩০ কেজি ওজনের মা কচ্ছপটির দৈর্ঘ্য ৩ ফুট ৩ ইঞ্চি ও প্রস্থ ২ ফুট ৩ ইঞ্চি। এর বয়স আনুমানিক ৪০ বছর। পেটে ১০৯টি ডিম ছিল। ময়নাতদন্ত শেষে কচ্ছপটির দেহ ও ডিম গবেষণার জন্যে বোরির ল্যাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বোরির সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, কাছিমটি কয়েকদিন আগে কক্সবাজার সৈকতে ডিম পাড়তে আসার পথে সাগরে জেলেদের জালে আটকা পড়ে বা অন্য কোন দুর্ঘটনায় মারা যায় এবং এরপর অমাবশ্যার জোয়ারে সৈকতে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, অলিভ রিডলি বা জলপাই রঙা জাতের সামুদ্রিক কাছিমটির একটির পা ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশ জখমপ্রাপ্ত ছিল। শরীর থেকে ডিমগুলো এমনিই বেরিয়ে আসছিল। আগেই বেশ কিছু ডিম বের হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধসরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ টুকুর
পরবর্তী নিবন্ধবিএনপি ও তারেকের বিরুদ্ধে অভিযোগ ভারতের সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তার