পেটান শাহ্‌ (রা.) স্মৃতি সংসদের শিক্ষা সামগ্রী বিতরণ

| বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

হযরত শাহসূফি গাজী নুরুজ্জামান পেটান শাহ্‌ মাইজভাণ্ডারী (রা.) এর ৯৯তম খোশরোজ শরীফ উপলক্ষে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তকাল মঙ্গলবার পেটান ভাণ্ডার দরবার শরীফে সংগঠনের পরিচালক গাজী মো. রাসেল হাসানের সভাপতিত্বে শিক্ষা সামগ্রী বিতরণ উপকমিটির আহ্বায়ক মো. মোরশেদের সঞ্চালনায় প্রায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন গাজী মোরশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ৪ নং ওয়ার্ডের মেম্বার গাজী মোহাম্মদ আলী, মীর আহমেদ মাস্টার, শাহজাহান সিরাজ মেম্বার, মো. টিপু সুলতান, গাজী নুরুন্নবী, গাজী নুরুল আজম, সাজ্জাদ হোসেন আরমান, মো. নেজাম উদ্দীন, দেলওয়ার হোসেন লিটন, আলী আকবর, বাবুল রহমান, মিজান, আজিজ, মো. আলমগীর সাগর, হাবিব, বশির আল হেলাল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, সিনিয়র সহসভাপতি আতাউল্লাহ সিকদার সৌরভ।

এসময় উপস্থিত ছিলেন খোরশেদুল আলম নয়ন, ইফতেখার ইফতু, হাফেজ ওসমান, মো. মাহফুজ বাদশাহ, রাফি, হাফেজ তামিম, আরিফ, রায়হান, আতিক, রাওহি, ইমরান, তানজিদ, তানিম, জমির, রাতুল, সামি, শামীম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৯ উপজেলার ৪৯ প্রতিষ্ঠানে এতিম ও আশ্রম নিবাসীদের মাঝে খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধবরেণ্য শিক্ষকদের শূন্যতা পূরণে এগিয়ে আসুন