পেকুয়ায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:২৪ পূর্বাহ্ণ

পেকুয়ায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে ফৌজদারী অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী। এতে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাদাবি ও চাঁদা না দেয়ায় সংবাদ পরিবেশন করে ১০ লাখ টাকার মানহানি হয়েছে বলে দাবি করেন। অভিযোগটি আমলে নিয়ে পুলিশের এএসপি সার্কেলকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৬ নভেম্বর চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগটি দায়ের করেন পেকুয়ার পশ্চিম টইটং নিন্তান্তঘোনা এলাকার বাসিন্দা হাজী জাফর আহমদ। এতে ৫ সাংবাদিক ও তাদের এক সহযোগী সহ ৬ জনকে আসামি করা হয়। বাদী জাফর আহমদের সাথে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার জনৈক অ্যাডভোকেট শহীদুল ইসলাম চৌধুরীর মালিকনাধীন ৬ একর জমি চাষাবাদ করে আসছিলেন। কিন্তু অক্টোবরের ১৯ তারিখে তিনি জমি থেকে পাকা ধান কাটার সময় ৫ ব্যক্তি জমিতে উপস্থিত হয়ে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিক পরিচয়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেয়ায় গত ২১ নভেম্বর এসে স্থানীয় কয়েকটি পত্রিকায় তাঁর বিরুদ্ধে মানহানিকর সংবাদ পরিবেশন করা হয়। এতে তার মানহানি হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা
পরবর্তী নিবন্ধজেএমসেন হলে সীমিত পরিসরে রাস পূজা আজ