পেকুয়ায় ৫ ইউনিয়নে জামানত হারালেন ২৬ চেয়ারম্যান প্রার্থী

পেকুয়া প্রতিনিধি | বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

পেকুয়ায় অনুষ্ঠিত হওয়া ৬ ইউপির মধ্যে ৫ ইউপির পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। গোলাগুলি, হামলা, ব্যালট ছিনতাই ও বুথ ভাংচুরের কারণে বারবাকিয়া ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে। এদিকে ৫ ইউনিয়নের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চেয়ারম্যান পদে মোট ৪১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন ২৬ প্রার্থী।
পেকুয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০ জন প্রার্থী। তারমধ্যে ৭ জনই তাদের জামানত হারিয়েছেন। তারমধ্যে উমর ফারুকের (হাতুড়ি) প্রাপ্ত ভোট ১০৯, ছদর উদ্দিন ওমর রিয়াজ চৌধুরীর (টেলিফোন) প্রাপ্ত ভোট ৭৭৬, নাছের গেফারীর (হাতপাখা) প্রাপ্ত ভোট ৩০৮, নুরুল গাফফার চৌধুরীর (মোটর সাইকেল) প্রাপ্ত ভোট ১২২, মাহাবুবুল করিমের (অটোরিক্সা) প্রাপ্ত ভোট ৯০৭, ইউসুফ রুবেলের (আনারস) প্রাপ্ত ভোট ৭২১ এবং মো. ছরওয়ার উদ্দিনের (টেবিল ফ্যান) প্রাপ্ত ভোট ১২৬।
মগনামা ইউনিয়নে ১২ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ১০ জন। নির্বাচনের শুরু থেকেই আলোচনায় থাকা এই ইউনিয়নে মাত্র ১৪৫ ভোট পেয়ে জামানত হারিয়ে নতুন আলোচনার জন্ম দেন নৌকার প্রার্থী মো. নাজেম উদ্দিন। আরও যারা জামানত হারিয়েছেন তারা হলেন এস এম তৌহিদুল আলম নূরী (চশমা) যার প্রাপ্ত ভোট ৩১, গিয়াস উদ্দিনের (টেবিল ফ্যান) প্রাপ্ত ভোট ৩৪, মোজাম্মেল হোছাইনের (ঘোড়া) প্রাপ্ত ভোট ০৬, মো. ইউসুফের (হাতপাখা) প্রাপ্ত ভোট ৩৯, মো. আলমগীরের (লাঙ্গল) প্রাপ্ত ভোট ৪৬, নুরুল আমিনের (অটোরিক্সা) প্রাপ্ত ভোট ৩১৩, রিয়াজুল করিম চৌধুরীর (আনারস) প্রাপ্ত ভোট ১৫, শহীদুল ইসলাম চৌধুরীর (রজনীগন্ধা) প্রাপ্ত ভোট ২০, শাহেদুল ইসলামের (টেলিফোন) প্রাপ্ত ভোট ৩০।
শিলখালী ইউনিয়নে ৬ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ২ জন। তারা হলেন, ঘোড়া প্রতীকের প্রার্থী শাহাজাহান (৫২২ ভোট) ও মোটরসাইকেল প্রতীকের শামশুদ্দিন আহমদ (১৮৮ ভোট)। রাজাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থী জামানত হারিয়েছেন। তারমধ্যে তৌহিদুল ইসলাম চৌধুরী পান ২৮২ ভোট, স্বতন্ত্র প্রার্থী জিয়াসমিন সোলতানা টেলিফোন প্রতীক নিয়ে পান ২৪৮ ভোট, সাঈদুল ইসলাম ঘোড়া প্রতীকে ৩৩ ভোট পেয়ে জামানত হারান।
উজানটিয়া ইউনিয়নে ৭ প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী জামানত হারান। তারা হলেন দেলওয়ার করিম চৌধুরী (রজনীগন্ধা) যার প্রাপ্ত ভোট ১৪, শফিউল আলমের (ঘোড়া) প্রাপ্ত ভোট ১১, মো. শাহজাহানের (হাতপাখা) প্রাপ্ত ভোট ৬৫ এবং রবিউল করিমের (মোটর সাইকেল) প্রাপ্ত ভোট ১২।

পূর্ববর্তী নিবন্ধবাঁশবাড়িয়া ইউপি নির্বাচনে নৌকার জয়
পরবর্তী নিবন্ধচকরিয়ায় অনিয়মের অভিযোগে প্রিসাইডিং অফিসার গ্রেপ্তার