পেকুয়ায় দুর্বৃত্তের হামলায় বিএনপির ৭ নেতাকর্মী আহত

পেকুয়া প্রতিনিধি | বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

পেকুয়ায় দুর্বৃত্তের হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ৭ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। গত সোমবার রাত ১১টার দিকে রাজাখালী ইউনিয়নের আমিলা পাড়ার রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ইকবাল হোসেন (৫০), ইউনিয়ন যুবদল নেতা নুরুল আমিন (৪৩), পেকুয়া সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নুরুল আলম (৩৫), বারবাকিয়া ইউনিয়ন যুবদল নেতা সাঈদুল হক (৪২), উপজেলা যুবদলের সহ-সভাপতি জালাল আহমদ (৪৩), মো. কামাল (৩৫) ও মো. জুনাইদ (২৫)। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ওইদিন ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির দ্বি-বর্ার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষ করে ২টি সিএনজি ও কয়েকটি মোটর সাইকেলযোগে পেকুয়ায় ফিরছিলেন নেতাকর্মীরা। পথিমধ্যে ২০-২৫ জনের একটি দল লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, রাতের আঁধারে ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় চুলার আগুনে পুড়ল ৪ দোকান
পরবর্তী নিবন্ধ৪০ নং ওয়ার্ড বিএনপির পর্যালোচনা সভা