পেকুয়ায় এসএসসি ও দাখিল ২০০৫ ব্যাচের সংবর্ধনা অনুষ্ঠান

| মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

পেকুয়া উপজেলার শিলখালী ওয়ারেচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে গতকাল সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় এসএসসি ও দাখিল ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান। দীর্ঘদিন পর পুরনো সহপাঠীদের একত্রে দেখে অনুষ্ঠানে উপস্থিত সবার চোখেমুখে ছিল আনন্দের উচ্ছ্বাস আর স্মৃতিময় আবেগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কঙবাজার জেলা শ্রমিক দলের সহসম্পাদক এম. . কাইয়ুম ইশতিয়াক।

পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম ফরহাদ হোছাইন বলেন, ২০০৫ ব্যাচের এই অনুষ্ঠান আমাদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও দায়িত্ববোধকে আরও গভীর করেছে। এমন আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা ও ঐক্য গঠনে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি মো. রফিক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মারুফুল ইসলাম মারুফ, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এরশাদুল আলম, প্রাক্তন শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত, সুশৃঙ্খল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে সামশুল আলম স্মরণসভা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় জামায়াতের গণমিছিল নেতাকর্মীদের ঢল