কক্সবাজারের পেকুয়া থেকে নিখোঁজ হওয়া শিক্ষকের ২ দিন পার হলেও এখনও সন্ধান মেলেনি। এ নিয়ে পরিবারের মাঝে বাড়ছে উৎকন্ঠা।
গত ২৮ সেপ্টেম্বর রাত ৯ টায় পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের চৌমুহনী এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ শিক্ষক মোঃ আরিফ পেকুয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাতব্বর পাড়া এলাকার মৃত বজল আহমদের ছেলে ও পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক।
নিখোঁজ শিক্ষকের ভাই রিয়াদ জানান ,২৮ সেপ্টেম্বর তিনি বাড়ি না ফেরায় রাত ৯ টায় শিক্ষক আরিফের হাতে থাকা মোবাইলে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে বিভিন্নভাবে তাঁকে খুঁজে থাকে পরিবারের লোকজন। নিখোঁজের দুই দিন পার হলেও এখনও সন্ধান না পাওয়ায় আতংকে ও উৎকন্ঠায় দিন পার করছেন পরিবার।
গত ২৯ সেপ্টেম্বর নিখোঁজ শিক্ষকের সন্ধান চেয়ে পেকুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার।
এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, শিক্ষক নিখোঁজের কমপ্লেইন পাওয়া সাথে সাথে পুলিশের একটি টিম ভিকটিম উদ্ধারে কাজ করছে। এটি অপহরণ কিংবা অন্য কোন কারণ আছে কিনা পুলিশের তদন্ত চলছে তারই আগে আমাদের কাজ হচ্ছে যত দ্রুত ভিকটিমকে উদ্ধার করা, ভিকটিম উদ্ধারে বিভিন্ন জায়গায় পুলিশের অপারেশন চলমান রয়েছে।
এদিকে নিখোঁজ শিক্ষকের মোবাইল গত ২৪ ঘন্টা খোলা থাকলেও বর্তমানে বন্ধ রয়েছে বলে জানান।