পেকুয়ায় বনের জায়গায় পাকাবাড়ি, উচ্ছেদে অভিযান

পেকুয়া প্রতিনিধি | সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের রমিজ পাড়া ঢালারমুখ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বনবিভাগ। এ সময় সংরক্ষিত বনাঞ্চলের জায়গায় নির্মিত একটি অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ করা হয়।

গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ টিম উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান জানান, সংরক্ষিত বনভূমির প্রায় ১ একর জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেন হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি। বিষয়টি জানার পর বনবিভাগ তার বিরুদ্ধে গত ২ জুলাই ফরেস্ট আইনে মামলা দায়ের করে। চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিষয়টি আমলে নিয়ে অবৈধ স্থাপনাটি পাঁচ কার্যদিবসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা বাস্তবায়নে গতকাল এ অভিযান পরিচালিত হয়। তিনি আরও বলেন, বন বিভাগের আওতাধীন সংরক্ষিত জায়গায় অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ। ভবিষ্যতে বনভূমি দখলের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচবি ৩৩ ব্যাচের মৌসুমি ফল উৎসব’
পরবর্তী নিবন্ধবাঁশখালীর আস্করিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু