পেকুয়ায় ফের অপহৃত ২ জনকে উদ্ধার

তিন অপহরণকারী গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২৫ পূর্বাহ্ণ

পেকুয়ায় ফের অপহৃত ২ জনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল ভোর ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা আব্দুল হামিদ সিকদার পাড়া এলাকার মো. শাহাবুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া চৌমুহনী থেকে সিএনজি চালক মো. ইমরান (২৭) যাত্রী নিয়ে চকরিয়া যাচ্ছিল। পেকুয়া চড়াপাড়া এলাকায় পৌঁছলে সিএনজির গতিরোধ করে তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা সিএনজি চালক ইমরানের ভাই মোহাম্মদ এহসানের মোবাইল নম্বারে ফোন দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এহসান তার ভাইকে উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা অপহরণকারীদের বিকাশের মাধ্যমে মুক্তিপণ পাঠায়। এরপরও আরও টাকা দাবি করলে আহসান পেকুয়া থানা পুলিশের সহায়তা চেয়ে অপহরণকরীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পেকুয়া থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে মোবাইল লোকেশন সনাক্ত করে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণের সাথে জড়িত পেকুয়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর মেহেরনামা চড়াপাড়া এলাকার ফরিদুল আলম ছেলে মো. জুবায়ের (২০), একই ওয়ার্ডের আবদুল সিকদার পাড়া এলাকার হাজী হাবিবুর রহমানের ছেলে মো. শাহাবুদ্দিন (৫২) ও ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এলাকার ফিরোজ আহমদের ছেলে মোহাম্মদ কায়সার (২৬)কে গ্রেপ্তার করা হয়। এসময় অপহরণকারীদের কবল থেকে বাঁশখালী উপজেলার খুপিয়া ডোংরা এলাকার খলিলুর রহমান ছেলে সিএনজি চালক মো. ইমরান (২৭) ও যাত্রী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প বিব্লকডি ৫ এর বসবাসকারী রোহিঙ্গা শামসুল আলম (৩৮)উদ্ধার করা হয়।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত দূর্জয় বিশ্বাস বলেন, অপহরণের ঘটনা সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় দুই জন ভিকটিমকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহেলিকপ্টারে কফিনবন্দি নোমান ফিরলেন তাঁর প্রিয় চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধলেখালেখির মাধ্যমে সারাজীবন মানুষের কথা বলেছেন মুহাম্মদ জাহাঙ্গীর