পেকুয়ায় ইভটিজিংয়ের দায়ে ২ জনকে কারাদণ্ড

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় ইভটিজিং এবং গণউপদ্রবের দায়ে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এ সময় উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকুল এলাকার আবু তাহেরের পুত্র আমজাদ হোসেন (২২) কে ১ মাস ও একই এলাকার আবুল হোছেনের পুত্র মোহাম্মদ ইলিয়াস (৩২) কে ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডিত আসামিদের বিরুদ্ধে ইভটিজিং ও গণউপদ্রবের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেয়া হয় বলে আদালত সূত্র জানায়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম বলেন, স্কুল কলেজের শিক্ষার্থী ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং ও গণউপদ্রব রুখতে ভ্রাম্যমান আদালতের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধআজাদীতে সংবাদ প্রকাশের ৩ ঘন্টার মধ্যে সড়কে পশুর হাট বন্ধ