পেকুয়ায় আইনশৃংখলা রক্ষায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সেনাবাহিনীর আলোচনা সভা

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

পেকুয়ার আইনশৃংখলা স্বাভাবিক রাখার উদ্যেগ গ্রহন করে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল ১০ টায় পেকুয়া উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

পেকুয়া সেনা ক্যাম্পের লেঃ কর্নেল ইয়াসির আরাফাত পিএসসি, অধিনায়ক ১৬ ক্যাভ্যালরির নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলার বাহিনীর কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন দলের দায়িত্বে নিয়োজিত থাকা রাজনৈতিক নেতা, ছাত্র আন্দোলন পেকুয়ার সমন্বয়ক, ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বর্তমান প্রেক্ষাপটে পেকুয়া উপজেলার শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষে আলোচনা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নূরে পেয়ারা বেগম, পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুদিপ্ত শেখর ভট্টাচার্য, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এ এইচ এম বদিউল আলম, শিলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, পেকুয়া সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ, পেকুয়া মডেল জি এম সি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, আবুল হাসেম,উপজেলা ছাত্র সংসদ সমন্বয়ক সাকিব নুর, উপজেলা জামায়াতের নায়েবে আমির, প্রভাষক মাওলানা নুরুজ্জামান মঞ্জু, সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেকুয়া উপজেলা সভাপতি মোহাম্মদ আলী আজগর,উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা সাইফুন নাহার, পূজা উদযাপন সভাপতি সুমন বিশ্বাস,এনজিও সমন্বয়ক জাহেদুল ইসলাম, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি,মিনহাজ উদ্দিন,সেক্রেটারি সাহেদ ইকবাল, জামায়ত নেতা জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় পেকুয়া উপজেলার বর্তমান পরিস্থিতি মোকাবেলা ও শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ড. ইউনূসের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মধ্যরাতে জনতার হাতে ৫ ডাকাত আটক