পেঁয়াজের বাজারে রীতিমত নৈরাজ্য চলছে। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। পেঁয়াজের পাগলা ঘোড়াকে থামানো যাচ্ছে না। পেঁয়াজ সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষগুলো। পড়েছেন সীমাহীন দুর্ভোগে। প্রশাসনের নানা অভিযোগের পরও পেঁয়াজের মূল্য কমছে না। প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৪০/৫০ টাকা এখন কোন যুক্তি সংগত কারণ ছাড়াই লাফিয়ে লাফিয়ে বাড়লেও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন। পেঁয়াজ সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপের অভাবেই মূলতঃ অসাধু ব্যবসায়ীরা মুনাফা শিকারে বেপরোয়া হয়ে উঠেছে। পেঁয়াজ উচ্চমূল্যের কারণে দেশের সাধারণ মানুষ যতটা ক্ষতির সম্মুখীন ততটা বিব্রত সরকার। এ বিষয়টা সরকারের ভাবমূর্তিকে বিনষ্ট করছে। এমতাবস্থায় সরকারের পক্ষ থেকে অনতিবিলম্বে পেঁয়াজ আমদানীর ব্যবস্থা নেওয়া হোক।
এম. এ. গফুর,
বলুয়ার দীঘির দক্ষিণ–পশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।












