পৃথিবীর সঙ্গে সেলফি তোলা ছবি পাঠাল মার্কিন মুন ল্যান্ডার

| সোমবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২৪ পূর্বাহ্ণ

উৎক্ষেপণের পর বাধাহীনভাবেই চাঁদের দিকে এগোচ্ছে মার্কিন অ্যারোস্পেস কোম্পানি ইনটুইটিভ মেশিনসএর মুন ল্যান্ডার। এরইমধ্যে পৃথিবীর সঙ্গে নিজের বেশ কিছু ‘চমকপ্রদ’ ছবি পাঠিয়েছে ল্যান্ডারটি। স্পেসএক্সএর ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে নোভা সি নামের ল্যান্ডারটি উৎক্ষেপণ করা হয় গত বৃহস্পতিবার। শনিবার সামাজিক মাধ্যম এক্সএ ‘আইএম১’ মিশনের প্রথম দিকের চারটি ছবি প্রকাশ করে ইনটুইটিভ মেশিনস। খবর বিডিনিউজের।

এর আগে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, ল্যান্ডারটির সার্বিক অবস্থা বেশ ভালো। ছবিতে দেখা যায়, পৃথিবীর সঙ্গে নিজের কিছু অংশ রেখে একটি সেলফি তুলেছে নোভা সি, যার ডাকনাম অডিসিয়াস। এমনকি কিছুটা দূরে ফ্যালকন ৯ রকেটের বিচ্ছিন্ন হওয়া দ্বিতীয় ধাপও দেখা গেছে একটি ছবিতে। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ২২ ফেব্রুয়ারি চাঁদের পৃষ্ঠে অবতরণের লক্ষ্য নেওয়া অডিসিয়াস এখন পর্যন্ত সঠিক পথেই’ আছে।এ সপ্তাহের শেষে এক্সএ বেশ কয়েকটি পোস্ট করেছে মিশনের দলটি, যেখানে ল্যান্ডার অবতরণের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাইলফলক নিয়ে আপডেট দেওয়া হয়, যার মধ্যে রয়েছে ইঞ্জিন ফায়ারিংএর বিষয়টিও। ইনটিউইটিভ মেশিনসএর তথ্য অনুসারে, এটিই প্রথম স্পেস ইগনিশন ব্যবস্থা, যেখানে মহাকাশযানের ইঞ্জিনে তরল মিথেন ও অক্সিজেন ব্যবহার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্যারলে মুক্তি পেলেন থাকসিন সিনাওয়াত্রা
পরবর্তী নিবন্ধ১৮ দিন পর নাফ নদীতে মিললো জেলের মরদেহ