পৃথিবীর সকল মাকে জানাই শ্রদ্ধা

মো. আবদুল্লাহ আল ফয়সাল | মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

মা’ শব্দটি অতি আপন ও শ্রুতিমধুর। মাকে ডাকার জন্য ‘মা’ শব্দটিই পারফেক্ট। এটি পৃথিবীর শ্রেষ্ঠ শব্দও বটে। আমার মায়ের মত আর কেউ নেই। আমার মা আমার প্রতি কতই না স্নেহ পরায়ণ! মাতৃগর্ভ আমার প্রথম আশ্রয়স্থল। ভূমিষ্ঠ হওয়ার পরেও এ মাটির ধরায় মাতৃক্রোড়ই আমার প্রধান আশ্রয়। আমি একটু বড় হলেই মা আমার শিক্ষার জন্য সচেষ্ট হন। সাধ্যমতো আমাকে সুশিক্ষা দিতে বিন্দুমাত্র ত্রুটি করেননি। বস্তুত আমি আমার জন্ম, শিক্ষাদীক্ষা সবকিছুর জন্যই মায়ের নিকট ঋণী। পৃথিবীতে যত ধর্ম প্রচলিত আছে সকল ধর্মেই মাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের ধর্মেও মাকে সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। হিন্দু ধর্মেও জননীকে স্বর্গের চেয়েও গরীয়সী বলা হয়েছে। মায়ের স্নেহের তুলনা বিরল। মায়ের নিকট থেকে যে স্নেহ লাভ করি, তা স্বতঃস্ফূর্ত ও স্বর্গীয়। পৃথিবীতে আর কারো নিকট থেকে এরূপ নিঃস্বার্থ ভালোবাসা আশা করা যায় না। মা সন্তানের প্রতি এতটাই দরদী যে, সন্তান যদি কখনো বিপদে পড়ে তখন মায়ের মন তা বুঝতে পারে। মায়ের তুল্য শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে আর কেউ নেই। তাই পৃথিবীতে সবকিছু ছেড়ে দেওয়া যায়, কিন্তু মাকে ছাড়তে মন চাই না।

পূর্ববর্তী নিবন্ধখাদ্যে ভেজাল প্রতিরোধে নাগরিক সচেতনতা সৃষ্টি করা জরুরি
পরবর্তী নিবন্ধমমতাময়ী মা