পৃথিবীকে ‘দেখতে’ নতুন স্যাটেলাইট পাঠাল নাসা

| রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

পৃথিবীকে ওপর থেকে পর্যবেক্ষণের জন্য নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। স্পেসএক্সএর রকেটে পাঠানো এ স্যাটেলাইটটির নাম ‘পেইস’। এর লক্ষ্য হল, পৃথিবীর সমুদ্র ও বায়ুমণ্ডল নিয়ে জরিপ চালিয়ে জলবায়ু বিজ্ঞানে সহায়তা করা। মিশনটির পেছনে মোট খরচ পড়েছে ৯৪ কোটি ৮০ লাখ ডলার। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের আগেই ফ্লোরিডা থেকে ফ্যালকন রকেটে উৎক্ষেপিত হয় স্যাটেলাইটটি, যা পরবর্তীতে এক বিরল মেরুঅঞ্চলীয় কক্ষপথে পৌঁছানোর লক্ষ্যে আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পাশ দিয়ে উড়ে গেছে। গবেষণার লক্ষ্যে ভূপৃষ্ঠ থেকে পৌনে সাতশ কিলোমিটার ওপর অন্তত তিন বছর সময় কাটাবে স্যাটেলাইটটি। প্রতিদিন দুটি বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে গোটা বিশ্বকে স্ক্যান করবে স্যাটেলাইটটি। আর প্রতি মাসে পৃথিবীর বিভিন্ন খুঁটিনাটি পরিমাপ করবে আরেকটি যন্ত্র। আমাদের গ্রহের অভূতপূর্ব দৃশ্য দেখাবে এটি, বলেন প্রকল্পটিতে কাজ করা বিজ্ঞানী জেরেমি ওয়ারডেল। খবর বিডিনিউজের।

গবেষণাটি হারিকেন বা অন্যান্য বিপজ্জনক দুর্যোগের পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা উন্নত করতে, তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃথিবীতে ঘট পরিবর্তনের বিস্তারিত তথ্য দিতে ও পানিতে ক্ষতিকর শেওলার মাত্রা বেড়ে যাওয়া সংশ্লিষ্ট ঝুঁকি শনাক্তে বিজ্ঞানীদের সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। পৃথিবী পর্যবেক্ষণের জন্য এরইমধ্যে দুই ডজনের বেশি স্যাটেলাইট ও যন্ত্র কক্ষপথে পাঠিয়েছে নাসা।

পূর্ববর্তী নিবন্ধইমরানকে ক্ষমতাচ্যুত করা সেই ‘নাটের গুরুর’ ভরাডুবি
পরবর্তী নিবন্ধদাঙ্গা সংশ্লিষ্ট ১২ মামলায় জামিন পেলেন ইমরান খান