পৃথক স্থানে উল্টে গেল দুই মালবাহী ট্রাক, নিহত দুই

বান্দরবান-কেরানিহাট সড়ক

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে বান্দরবানকেরানিহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বান্দরবানকেরানিহাট সড়কের মনুরটেক এলাকায় চিনি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের সহকারী শামসুল মিয়া (৩৯)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার বাসিন্দা।

অন্যদিকে একই সড়কের সুয়ালক ইউনিয়নের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে গেলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত দুজন মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। নিহতের নাম হোসেন মিয়া (৫০)। তিনি বান্দরবান সদর উপজেলার গোয়ালীয়াখোলা এলাকার মৃত নজির আহম্মদের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, বান্দরবানকেরানিহাট সড়কে দুটি মালবাহী ট্রাক উল্টে ২ জনের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে ফেস্ট ও বিদায়
পরবর্তী নিবন্ধসুযোগ হয়েছে রাজনীতির মাঠে খেলার, আশা করি একা রাখবেন না