পূর্ব সাতবড়িয়ায় হতদরিদ্র পরিবারের স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের মাঝে সম্প্রতি স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছেন শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের শিক্ষা উপ–কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র দে’র সভাপতিত্বে সম্প্রতি এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য জাফর আলীর আর্থিক সহযোগিতায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শিবলী উপহারসামগ্রী তুলে দেন। তিনি বলেন, এলাকার হতদরিদ্র ও তুলনামূলক পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। এলাকার দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের শিক্ষাজীবন অর্থ সংকট মুক্ত রাখতে শিক্ষার্থীদের মাঝে প্রতি মাসে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ বিতরণ চলমান।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল উদ্দীন, জান্নাতুল নাঈম, দিলুয়ারা বেগম ও ফারুক আজাম সাদ্দাম, তৈয়ব উদ্দীন কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।