৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে গতকাল শনিবার মোজাহের উল্ল্যাহ মুহুরী বাড়ি, হাজী সিদ্দিক আহমেদ বাদামতল রোড এবং লেইন বাই লেইন, ডিসি কামাল বাড়ি, খালাসী পুকুর পাড় এবং বাই লেইন, মোহাম্মদ মিয়া কন্ট্রাক্ট বাড়ি রোড এবং বাই লেইন, মুক্তিযোদ্ধা আইয়ুব বাড়ি রোড, থানা রোড, আহমেদ হোসাইন কন্ট্রাক্টর বাড়ি, খাজা রোড এবং লেইন বাই লেইন এবং সাদেক শাহ মাজার রোড এবং বাই লেইনের উদ্বোধন করা হয়। উদ্ধোধন করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এম আশরাফুল আলম, নির্বাহী প্রকৌশলী তাসমিয়া তাহাসিন, সহকারী প্রকৌশলী মাহমুদ সাফকাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।