ফটিকছড়ি উপজেলার পূর্ব দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিখা পালের অবসরজনিত বিদায় সংবর্ধনা গত ১৪ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা চৌধুরী।
সিনিয়র শিক্ষক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি সোহরাব জব্বার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদুল আলম এনাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা জহির আজম চৌধুরী, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নাসির সিকদার ও গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মৌলানা আবু তাহের নইমী।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবু জাফর। পবিত্র কোরান তেলাওয়াত করে শিক্ষার্থী মোহাম্মদ ও গীতা পাঠ করে অংকন পাল। মানপত্র পাঠ করে ছাত্রী নূসরাত জাহান নওরীন। উল্লেখ্য, রিখা পাল তার পুরো চাকরি জীবনে এই বিদ্যালয়েই শিক্ষকতা করেন। প্রেস বিজ্ঞপ্তি।