পূর্ব চাম্বল হরি মন্দিরে মহানামযজ্ঞ আজ

| বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:০৭ পূর্বাহ্ণ

বাঁশখালীস্থ পূর্ব চাম্বল গ্রামের কেন্দ্রীয় হরি মন্দিরে অদ্বৈতানন্দ পুরী, অচ্যুতানন্দ পুরী ও নারায়ণ পুরী স্মৃতি স্মরণ উপলক্ষে আজ থেকে তিন দিনব্যাপী ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আজ ধর্মসভা, নগর কীর্তন, সমবেত গীতাপাঠ, ধর্মীয় সংগীতাঞ্জলী। এতে পৌরহিত্য করবেন স্বরুপ দাস। ২৪ ও ২৫ মার্চ দুই দিনব্যাপী মহানামযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ মধ্যে মহানামযজ্ঞ অনুষ্ঠানের পূর্ণাহুতি হবে। খবর প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কাট্টলীতে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধকাউন্সিলর মিন্টু ছিলেন জনগণের অকৃত্রিম বন্ধু