পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে নভোদমিত্রিভকা বসতি দখল করেছে রুশ বাহিনী। শুক্রবার এতথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ বাহিনীর দ্রুত অগ্রযাত্রায় নভোদমিত্রিভকা দখলকে সর্বশেষ অর্জন বলে অভিহিত করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভ। খবর বিডিনিউজের।
তবে ইউক্রেনের সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ শহর কুরাখোভের উত্তরে অবস্থিত গ্রামটি দখলের বিষয়ে কিছু নিশ্চিত করে জানায়নি। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিবেদনে গ্রামটির অবস্থান এমন একটি এলাকায় উল্লেখ করা হয়েছে, যেখানে রুশ বাহিনী লড়াই করে গভীরে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল।
বার্তা সংস্থা রয়টার্স কোনও পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বেলুসোভকে বলতে শোনা গেছে, আমরা এখানে যে কাজটি করেছি তাতে ইউক্রেনীয় ইউনিটগুলিকে ভেঙে ফেলা সক্ষম হয়েছে। এখন আমাদের অগ্রগতি তরান্বিত হয়েছে। আমরা তাদের ২০২৫ সালের গোটা অভিযান পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছি। ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, এক হাজার কিলোমিটার (৬০০ মাইল) ফ্রন্টের কুরাখোভ সেক্টরে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। ওই সেক্টরে ৩৫টি সশস্ত্র সংঘর্ষের মধ্যে ১০টি এখনও চলছে বলে নিশ্চিত করেছে তারা।
ওপেন সোর্সের তথ্য অনুসারে, রাশিয়ান বাহিনী ইউক্রেনের ২০ শতাংশেরও কম অঞ্চল দখল করে রেখেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে খুব দ্রুত সময়ে দোনেৎস্ক অঞ্চলে অগ্রসর হয়েছে রুশ বাহিনী। তারা কুরাখোভ এবং উত্তরে পোকরোভস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে রয়াটার্স।
ইউক্রেনের ইস্পাত শিল্পকে কোকিং কয়লা সরবরাহ করে এমন একমাত্র কোলিয়ারির অঞ্চল এটি। এমনকি রাশিয়ান সেনাবাহিনী খারকিভ অঞ্চলের উত্তর কুপিয়ানস্কের কাছে একটি রেল হাব এবং লজিস্টিক সেন্টারের দিকে অগ্রসর হচ্ছে।