পূর্ব আমুচিয়ায় মাইজভাণ্ডারী ভক্ত সম্মেলন

| মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আঞ্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী আমুচিয়া বড়ুয়াপাড়া শাখার উদ্যোগে মাইজভাণ্ডারী ভক্ত সম্মেলন গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বোয়ালখালীর পূর্ব আমুচিয়া বড়ুয়াপাড়া প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলীপ বড়ুয়া আল মাইজভাণ্ডারী।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া কেন্দ্রীয় বিহারের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ডা. সংঘপ্রিয় মহাথের। প্রধান বক্তা ছিলেন দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল। বিশেষ বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের ভদন্ত এস লোকজিৎ মহাথের, প্রফেসর সন্তপদ বড়ুয়া, রিসোকোসাই কাঞ্চন বড়ুয়া, অমলেন্দু বড়ুয়া, প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, পরাগ বড়ুয়া, সমীর কান্তি দাশ, ঝুমুর সর্দার। সঞ্চালনায় ছিলেন অম্লান বড়ুয়া ও ছোটন বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্য বড়ুয়া, মো. আলমগীর, অম্লান বড়ুয়া, অথৈ বড়ুয়া, রিচি বড়ুয়া, নিকেল বড়ুয়া, সৌম্য বড়ুয়া তন্ময়, রিটন বড়ুয়া, সুপ্রিয় বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার পেল অনুদান
পরবর্তী নিবন্ধপদুয়ায় এক রাতে তিন চুরি