পূর্বের ন্যায় ব্যবসা করার সুযোগ দাবিতে হকারদের বিক্ষোভ, স্মারকলিপি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৫:২৫ পূর্বাহ্ণ

মামলা প্রত্যাহার করে পূর্বের ন্যায় ব্যবসা করার সুযোগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পরে সিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছে হকার সংগঠন সমূহ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে সিএমপি কমিশনার বরাবরে ৬ দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়। দাবি সমূহ হলো, () রমজানকে সামনে রেখে পুনর্বাসনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত হকারদের পূর্বের ন্যায় নগরীর ফুটপাতে ব্যবসা করার সুযোগ প্রদান, () হকারদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, () হকারদের তালিকা পুনরায় হালনাগাদ করে পরিচয় পত্র প্রদান ইত্যাদি। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আগামী ৩ মার্চ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি ও ৪ মার্চ অবস্থান ধর্মঘটসহ ধারাবাহিক কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদুর সভাপতিত্বে ও চট্টগ্রাম হকার্স লীগের সভাপতি প্রবীণ ঘোষের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হকার্স লীগের সাবেক সভাপতি ঋষি বিশ্বাস, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সভাপতি মীরন হোসেন মিলন, সম্মিলিত হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম ভূঁইয়া, টেরীবাজার আন্দরকিল্লা হকার্স সমিতির সভাপতি মো. বাদশা, সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম, হকার্স লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রনি, সিটি হকার্স লীগের সভাপতি মো. হারুণ, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সহ সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধনগরীর আরও তিন হাসপাতাল-ল্যাবকে ২৫ হাজার টাকা জরিমানা