শারদ আকাশ সেজেছে আজ সাদা মেঘের ভেলায়
কাশের বনে কে যেন তার ধবল আঁচল দোলায়!
শিউলিরা কার তরে রোজ বরণডালা সাজায়?
মঙ্গলশাঁখের তূর্য নীনাদ কার আগমণী শোনায়?
প্রাণে প্রাণে বাজে আজি কার তরে এই হর্ষধ্বনি?
কানে কানে কে শুনালো নতুন করে আশার বাণী?
কার অবতরণে আজ বিশ্বজোড়া মঙ্গলশোভা?
কার আলোতে ভুবনজুড়ে ছড়িয়ে পড়ে দীপ্তপ্রভা?
“মা আসছেন” ভাবনাতে আজ হৃদয়জুড়ে নবকল্লোল,
আনন্দধারায় সিক্ত নয়ন, প্রাণজুড়ে সুখহিল্লোল।
মঙ্গলময়ীর আবির্ভাবে কেটে যাক সকল বিষাদ,
মারীমুক্ত বিশ্ব হোক, ঘুচুক ব্যথা, সব অবসাদ।
অসুরেরা বিলুপ্ত হোক,সুরেদের হোক দিগ্িবজয়,
নব চেতনার উন্মেষ হোক ঘুচিয়ে আজ সব সংশয়।
হৃদয় পাত্র উছলি আজি ঘোর উচ্ছ্বাস জেগেছে
জাগো মাতৃসন্তানেরা, চেয়ে দেখো,পূজোর গন্ধ এসেছে।