বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলা শাখা চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের দ্বি–বার্ষিক সম্মেলন ও কাউন্সিল গত শুক্রবার জে এম সেন হল প্রাঙ্গণে সম্পন্ন হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি–বার্ষিক সম্মেলনে প্রাধন অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন জে এল ভৌমিক, প্রধান বক্তা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. প্রফেসর চন্দ্রনাথ পোদ্দার, সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় উপদেষ্টা দিলীপ কুমার মজুমদার, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, অধ্যাপক বনগোপাল চৌধুরী, সহ–সভাপতি অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, সদস্য সুকুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, সহ–প্রচার সম্পাদক অ্যাডভোকেট জহরলাল দাশ, সদস্য অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, বিপুল কান্তি দত্ত এবং জেলার সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।
সম্মেলনের ২য় পর্বে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে বিষয় নির্ধারণী কমিটির সভায় আগামী ২ বছর মেয়াদের জন্য অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ কে সভাপতি ও সুগ্রীব মজুমদার দোলন কে সাধারণ সম্পাদক মনোনীত করে ৮১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।