চলতি দুর্গাপূজা পালন নির্বিঘ্ন করতে নগরীতে যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক দক্ষিণ বিভাগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষিণ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূজায় দর্শনার্থী ও সাধারণ জনগণের চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক দক্ষিণ বিভাগ। শারদীয় দুর্গাপূজা চলাকালীন আন্দরকিল্লা জেএম সেন হলের মুখে ও গণি বেকারির গুডস হিলে সকল প্রকার যানবাহন ডাইভারশন প্রদান করা হবে। নগরীর নেওয়াজ হোটেল মোড় ও সদরঘাট জেটি, সিটি কলেজ মোড়, জিপিও হয়ে আলকরণ, কোতোয়ালি মোড় হয়ে বঙিরহাট রুট দিয়ে ভারী ও পণ্যবাহী যানবাহনকে নিয়ন্ত্রণ করা হবে। পূজা চলাকালীন বঙিরহাট মোড়ের মিডিয়ান গ্যাপ বন্ধ থাকবে। পাশাপাশি সদরঘাট হয়ে ইসলামিয়া কলেজ মোড় হতে নালাপাড়া-কালীবাড়ী-সিটি কলেজ হয়ে জিপিও রোডের ভারী যানবাহন প্রবেশ দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।
একইভাবে কোতোয়ালী হয়ে লালদীঘি মোড় হতে বঙিরহাট হয়ে চাক্তাই-খাতুনগঞ্জে চলাচলের ক্ষেত্রে ভারী ও পণ্যবাহী যানবাহনগুলোকে কোতোয়ালী মোড় হতে ডাইভারশন প্রদান করা হবে। দুর্গোৎসব চলাকালে পূজামণ্ডপগুলোতে ব্যাপক দর্শনার্থীর ভিড় থাকবে বিধায় ইসলামিয়া কলেজ মোড়, নালাপাড়া, সিটি কলেজ মোড়, কালীবাড়ী মোড়, নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী, আমতল, তিনপুলের মাথা, বৌদ্ধ মন্দির, নন্দনকানন পুলিশ প্লাজা, লালদীঘি পাড়, বঙিরহাট, আন্দরকিল্লা, চেরাগি পাহাড়, সার্সন রোড, কাজীর দেউড়ি, হোটেল রেডিসন ব্লু, আলমাস, সিরাজদৌল্লা রোড, গুলজার মোড়, চকাবাজার অলি খাঁ মোড় এলাকায় স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের চাপ বেশী থাকবে এবং যানবাহন স্বাভাবিক সময়ের তুলনায় ধীর গতিতে চলাচল করবে।
জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এই এলাকায় সড়কগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকল্পে ট্রাফিক দক্ষিণ বিভাগের গৃহীত বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থার অংশ হিসেবে অতিরিক্ত সার্জেন্ট, টিএসআই, এএসআই (নি.), এটিএসআই, কনস্টেবল মোতায়ন করা হবে। দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালনের জন্যে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ট্রাফিক বিভাগ।