পূজামণ্ডপ কমিটির সাথে বাঘাইহাট সেনা জোনের মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৫:০৭ পূর্বাহ্ণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাজেক ইউনিয়নে ও বঙ্গলতলী ইউনিয়নের পূজামণ্ডপ কমিটির সাথে মতবিনিময় সভা করছে বাঘাইহাট সেনা জোন।

সোমবার বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের ৬ ইস্ট বেঙ্গলে কর্তৃক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খায়রুল আমিন সকালে পূজামন্ডপ উদযাপন কমিটির নিকট নগদ অর্থ সহায়তা তুলে দেন, এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপন করার জন্য আহ্বান জানান।

এ সময় বাঘাইহাট ৬নং আদর্শ পাড়া শ্রীশ্রী বাঘাইহাট কৃষ্ণ মন্দিরের সভাপতি বাসু দে, মাসালং এলাকার শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের সভাপতি শ্রী পূর্নধর ত্রিপুরা এবং করেঙ্গাতলী এলাকায় শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি উৎফল তালুকদার এর নিকট আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও কিছু স্থানীয়দের কে বাঘাইহাট জোন কর্তৃক আর্থিক অনুদান প্রদান করা হয়।

নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন, শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটি এবং স্থানীয় ব্যক্তিবর্গ |

পূর্ববর্তী নিবন্ধ২০ বছরের পুরোনো বাস ট্রাক রাস্তা থেকে প্রত্যাহার চায় পরিবেশ মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধজন্ম-মৃত্যু নিবন্ধনে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার