পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের প্রতিবাদ মুক্তিযোদ্ধা সংসদের

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে’র নাম ফলক ভাঙচুরের ঘটনায় গতকাল শনিবার বিকেলে জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে’র নামফলক ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, মহানগরীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী শহীদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল গণি, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ মারূফ, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর, বীর মুক্তিযোদ্ধা জাগির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতু প্রমুখ।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামসুদ্দিন, অধ্যাপক দিলীপ দাশ, নেপাল সেনগুপ্ত, মোঃ ছবুর, প্রশান্ত সিংহ, শম্ভু দাশ, আশীষ গুপ্ত, সৈয়দ আহমদ, শম্ভু দাশ, শহীদুল ইসলাম দুলু, অমল কান্তি দাশ, সুরজিৎ দাশ, রফিক আহমেদ, মোজাম্মেল হোসেন, মোস্তফা কামাল, আবদুল লতিফ, দুলাল রায় সন্তান কমান্ডের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান সজীব, সাজ্জাদ হোসেন, সদস্য রিপন চৌধুরী, জয়রুদ্দিন জয়, ওয়াশিফুল হক কৌশিক ও মোঃ ফরিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসরকার হটানোর চেষ্টা করছে বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত জামায়াত
পরবর্তী নিবন্ধসন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ