পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বাকলিয়ায় গ্রেফতার ৩

আজাদী অনলাইন | রবিবার , ৯ মে, ২০২১ at ৭:৪৩ অপরাহ্ণ

নগরীতে পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো মো. রিয়াদ করিম (৩১), মো. ওসমান (২৮) ও মো. রায়হান (২০)।
তারা নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিকের এম কায়সারের বিল্ডিংয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছে।
আজ রবিবার (৯ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ রাইসুল ইসলাম। বাংলানিউজ
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন জানান, কল্পলোক আবাসিক এলাকার একটি বাসায় অনৈতিক কাজ চলছে এমন অভিযোগ তুলে পুলিশ পরিচয়ে বাড়ির মালিককে মারধর করে মামলার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে তিন যুবক। চাঁদা না দিলে থানায় নিয়ে মামলা দেওয়ার হুমকি দেয় তারা। টাকা আদায়ে চাপাচাপি করলে এক আত্মীয়ের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৫ হাজার টাকা আদায় করে ঐ তিন যুবক।
তিনি জানান, গ্রেফতার তিনজনের আচরণে পুলিশ নয় মনে হলে বাড়ির মালিক কৌশলে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতার তিনজনকে চাঁদাবাজির মামলায় আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধহাটহাজারীর ধলই ইউনিয়নে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার