পুলিশ দেখে পালালো ১০ মামলার আসামি বসতঘর থেকে অস্ত্র উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৬ মে, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় মো. রিফাত (৩০) নামে ১০ মামলার আসামির বসতঘর থেকে দেশীয় তৈরি অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ইউনিয়নের তেলিবিলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রিফাত ওই এলাকার ছিদ্দিক আহমদের পুত্র।

পুলিশ জানায়, রিফাত তার কয়েকজন সহযোগীসহ নিজ বসতঘরে অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যায়। এই সময় রিফাতের শয়নকক্ষে বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, একটি ধারালো দা, অস্ত্র বানানোর সরঞ্জাম ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়। আসামি রিফাত তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ চরম্বা এলাকায় চাঁদাবাজিসহ ত্রাসের রাজত্ব সৃষ্টি করে নানা অপরাধ করে আসছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, পলাতক আসামি রিফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারামারি, অস্ত্র, মাদক, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১০টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র উদ্ধার ঘটনায় একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধ‘ফুল তুলতে গিয়ে’ ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা, নগরীর চার ব্যবসায়ীকে জরিমানা