পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি এমপি মোস্তাফিজের

অডিও ভাইরাল

আজাদী প্রতিবেদন | শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী ও বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদের মধ্যে কথোপথনের একটি অডিও ভাইরাল হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অডিওটি ছড়িয়ে পড়ে। তবে ভাইরাল অডিওর ব্যাপারে জানতে মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ওসি তোফায়েল আহমদের নাম্বারে একাধিকবার কল করা হলেও কেউই ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও কোনো সাড়া মেলেনি।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাঁশখালীর ছনুয়া এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কর্মী সমর্থকদের বাসায় পুলিশ হানা দেয়। এ বিষয়ে জানার জন্য বৃহস্পতিবার রাতে মোস্তাফিজুর রহমান চৌধুরী থানার ওসি তোফায়েল আহমদেকে কল দেন। কথার এক পর্যায়ে মোস্তফিজুর রহমান ওসিকে বলেন, ছনুয়ায় কেন পুলিশ পাঠালেন? আমার কর্মী আলমগীরের বাসায়। জবাবে ওসি বলেন, এটা নিয়মিত ডিউটির অংশ। এ সময় মোস্তাফিজ বলেন, আমার কোন লোককে আটক করলে হাত কেটে দিব। পরে ওসিকে আবার প্রশ্ন করেন, কেন আমার বাড়িতেও পুলিশ পাঠানো হলো। ওসি বললেন, আপনার নিরাপত্তার জন্য। অপর আলাপে চাম্বলের চেয়ারম্যান মুজিবকে দেখার জন্য বললে ওসি ঠিক আছে স্যার বলেন।

পূর্ববর্তী নিবন্ধশান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ তৈরির আহ্বান কমনওয়েলথের
পরবর্তী নিবন্ধপটিয়ায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ ইসির