চট্টগ্রামে শিল্প পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ মে) রাত ৯টায় পাহাড়তলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা পুলিশ।
গ্রেপ্তার বাস চালকের নাম নাহিদুল ইসলাম স্বপন (২৬)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার মো. হানিফের ছেলে।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হোসেন জানান, শনিবার সকালে সাগরিকা মোড় এলাকায় ১১ নম্বর রোডের যাত্রীবাহী একটি বাস শিল্প পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে ১৩ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও পালিয়ে যান চালক।
এ ঘটনায় শিল্প পুলিশের এসআই নাজমুল হাসান মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পরপরই রাতে পাহাড়তলী বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক চালককে গ্রেপ্তার করা হয়। আহত শিল্প পুলিশের সদস্যরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।