নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে শিল্প পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় ১৩ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় জড়িত বাস চালক নাহিদুল ইসলাম স্বপনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ মে) সন্ধ্যায় পাহাড়তলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজাদীকে বলেন, শনিবার সাগরিকা মোড়ে ১১ নম্বর রোডে চলাচল করা একটি বাস শিল্প পুলিশের পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ১৩ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গিয়েছিলেন। পরে রাতে পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে চালক নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার পরে শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন মোল্লা বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হলো।












