পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার আসামি টিটু গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ৫:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী নুরুল আমিন ওরফে টিটু (৩৫) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার শিকলবাহা জামালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থেকে বারবার ধরা এড়ালেও এবার আর রক্ষা হয়নি তার।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে। সে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। আইনগত প্রক্রিয়া চলছে।”

পুলিশ জানায়, পুলিশের ওপর হামলার মামলার পাশাপাশি টিটুর বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে ২টি, চাঁদাবাজির ১টি এবং কোতোয়ালি থানায় মাদক আইনে আরও ১টি মামলা রয়েছে।

গ্রেপ্তার টিটু শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্ষা বড় বাড়ির নুরুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, গত ১৭ মে গভীর রাতে শিকলবাহা কলেজ বাজার জামালপাড়ায় পুলিশের অভিযানে দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় কর্ণফুলী থানার ওসি ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গুরুতর আহত হন।

এ ঘটনায় গত ১৯ মে থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়, যার এজাহারভুক্ত আসামি ছিল টিটু।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর মেখলে ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলিবর্ষণ
পরবর্তী নিবন্ধপটিয়ায় মাদক সেবনকালে সাবেক কাউন্সিলর জুয়েল আটক