পুলিশের উপর হামলাকারী সেই শাকিল চন্দনাইশে গ্রেপ্তার

বন্দরের খালপাড় থেকে অস্ত্র উদ্ধার | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ১২:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে দায়িত্বরত পুলিশ বাহিনীর উপর হামলাকারী সেই সন্ত্রাসী শাকিল (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে নিয়ে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি বলেন, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি ঘাট খালপাড় এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। এসময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য রানার মাথা, গলা, হাত ও পেটে উপর্যুপরি আঘাত করে আসামিরা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে এই পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় পুকুরে ডুবে চবি শিক্ষার্থীসহ ২ বোনের মৃত্যু
পরবর্তী নিবন্ধ‘বৈঠকে পুতিন স্পষ্টভাবে জয়ী, ট্রাম্পও হারেননি’