শ্রীলঙ্কা রোববার প্রায় সারাদিন বিদ্যুৎবিহীন হয়েছিল। এতে দেশটির ব্যবসা–বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। দ্বীপ দেশটির ইতিহাসের অন্যতম বিপর্যয়কর বিদ্যুৎ বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ একটি বানরকে দায়ী করেছে। ব্রিটিশ অনলাইন সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটের দিক থেকে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়ে চলে বেশ কয়েক ঘণ্টা ধরে, পরে দেশটির জাতীয় বিদ্যুৎ বোর্ড সরবরাহ একটু একটু করে সচল করতে সক্ষম হয়। খবর বিডিনিউজের।
তারা হাসপাতাল ও পানি শোধনাগারগুলোকে অগ্রাধিকার দেয়। সন্ধ্যা ৬টা নাগাদ দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ প্রায় স্বাভাবিক হয়ে আসে।
সিলন ইলেকট্রিসিটি বোর্ড প্রথমে জানায়, রাজধানী কলম্বোর দক্ষিণে একটি সাবস্টেশনে জরুরি পরিস্থিতির কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। তবে তারা বিস্তারিত আর কিছু জানায়নি।
পরে দেশটির জ্বালানিমন্ত্রী কুমার জয়কোডি জানান, একদল বানর নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটির সময় পানাদুরা পাওয়ার স্টেশনের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাদের মধ্যে একটি ট্রান্সমিশন লাইনের ওপর গিয়ে পড়ে।
তিনি বলেন, আমাদের গ্রিড ট্রান্সফর্মারে একটি বানর এসে পড়ায় সিস্টেমে একটি ভারসাম্যহীনতা তৈরি হয়। তবে ওই পাওয়ার স্টেশনের এক নিরাপত্তা রক্ষী দাবি করেছেন, তিনি বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন আর তারপর একটি অগ্নিগোলক দেখেছেন। একটি বানর এ ধরনের একটি সংকট তৈরি করেছেন বলে মনে করেন না তিনি।