পুলিশি সেবা চালুর নানা উদ্যোগের মধ্যে এক সপ্তাহ পর স্বাভাবিক হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম। সরকার পতনের সঙ্গে সঙ্গে পুলিশি ব্যবস্থা যেমন ভেঙে পড়েছিল, তেমনই ভাটা পড়েছিল জরুরি সেবার হটলাইন কার্যক্রম। থানা পুলিশ মাঠে না থাকায় ৯৯৯ স্বল্প পরিসরে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সেবা চালু রেখেছিল। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ‘পূর্ণমাত্রায়’ চালু হয়েছে। খবর বিডিনিউজের।
এ বিষয়ে জানতে চাইলে ৯৯৯–এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার গতকাল বলেন, গতকাল (সোমবার) থেকেই আমাদের পুরোপুরি সেবা চালু হয়েছে। এখন পুরোদমে একেবারে আগের মতোই স্বাভাবিক আছে। ৫ অগাস্ট পর্যন্ত আমাদের সব সেবা স্বাভাবিকই ছিল। কিন্তু ৬ অগাস্ট থেকে এ কয়দিন থানা পুলিশ না থাকায় আমাদের সেবা কিছুটা ব্যাহত হয়। গতকাল (সোমবার) থেকেই আমরা আবার স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু করেছি।
ছাত্র–জনতার গণ আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। এরপর সেবা চেয়ে ফোন এসেছিল কিনা, এ প্রশ্নের উত্তরে পরিদর্শক আনোয়ার বলেন, কল এসেছে। এ সময়ে আমরা শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা দিতে পেরেছি। যেহেতু থানা পুলিশ ছিল না, সেটা দেওয়া সম্ভব হয়নি।