পুরানো ইনজুরিতে ব্যথা অনুভব করছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুচকিতে টান পড়ে সাকিবের। সে ম্যাচে বল করতে পারেননি সাকিব। এরপর তাকে রাখা হয় পর্যবেক্ষণে। শংকা দেখা দিয়েছিল প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা তা নিয়ে। শেষ পর্যন্ত প্রথম টেস্ট খেলতে নেমেছেন সাকিব। দারুণ ব্যাট করে হাফ সেঞ্চুরিও তুলে নিয়েছেন। কিন্তু গতকাল বোলিং করার সময় হঠাৎ স্বস্তি অনুভব করছিলেন না সাকিব আল হাসান। কুঁচকির পুরোনো ইনজুরিতে ব্যথা অনুভব করায় ৬ ওভার বোলিং করার পর মাঠ থেকে বেরিয়ে যান। জানা গেছে হোটেলে ফেরার পরেও তার ব্যথা অনুভব হচ্ছিল। তৃতীয় দিনে তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। তাছাড়া আদৌ নামতে পারবেন কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে আজ শুক্রবার সকাল পর্যন্ত। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান সাকিবের কিছুটা অস্বস্তি ছিল বিধায় সতর্কতার অংশ হিসেবে আমরা ওকে মাঠ থেকে বের করে এনেছি। এখন সে বিশ্রামে আছে। আগের দিন ব্যাটিং করার সময়ও সাকিবকে দেখা গেছে পুরানো ইনজুরির জায়গায় হাত দিয়ে চাপতে। শেষ পর্যন্ত বল করতে এসে ফিরে যেতে হলো মাঠের বাইরে।

পূর্ববর্তী নিবন্ধমরহুম এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধমুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা সিটি ক্লাব চ্যাম্পিয়ন