সংসারে খরচ তুলতে পুরুষ সেজে সিএনজি অটোরিকশা চালিয়ে উপার্জন করা এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘সিএনজি ড্রাইভার’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী শিল্পী সরকার অপু। খবর বাংলানিউজের। ভিন্নধর্মী গল্পের এই টেলিছবিটি ২০তম পুনে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। নিজের গল্পে এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রবিউল সিকদার। এ প্রসঙ্গে রবিউল সিকদার বলেন, ‘সিএনজি ড্রাইভার’ যখন প্রচারে আসে, তখনই এটি বেশ প্রশংসা পায়। ভিন্নধর্মী এই গল্পটিতে অভিনয়ের জন্য অপু দি’র অভিনয়ে সবাই মুগ্ধ হয়। পুনে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জায়গা পেয়েছে। উৎসব কর্তৃপক্ষ আমাদের ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। বেশ ভালো লাগছে।