পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। গতকাল ছুটি নেওয়ার কারণও জানা গেল। পুত্র সন্তানের বাবা হয়েছেন ‘দ্য ফিজ’। সুসংবাদটি নিজেই সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ বাঁহাতি পেসার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমাদের ঘরে আশীর্বাদ হিসেবে আজ পুত্রসন্তান এসেছে। বাচ্চা ও মা দুজনই সুস্থ আছে। ওদের জন্য দোয়া করবেন।’ জাতীয় দলের নিয়মিত সদস্য মোস্তাফিজ ২০১৫ সালে মামার মেয়ে সামিয়া পারভীনকে বিয়ে করেন। গতকাল তারা বাবামা হলেন। সন্তানের আগমন উপলক্ষে ক্যারিবীয় সফরের ওয়ানডে দল থেকে নিজের নাম সরিয়ে নেন মোস্তাফিজ। তাকে ছাড়াই পরে দল ঘোষণা কর্রে বিসিবি।

পূর্ববর্তী নিবন্ধনাহিদ রানাকে টি-টোয়েন্টিতে পরখ করবেন কোচ সিমন্স
পরবর্তী নিবন্ধযুব এশিয়া কাপে চীনকে হারিয়ে পঞ্চম স্থান পেল বাংলাদেশ