অসুস্থতার কারণে অবসরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- এখন খবর ছড়িয়ে পড়ার পর এটিকে ভুয়া বলে জানিয়েছে ক্রেমলিন। শুক্রবার সারাদিন পুতিনের অসুস্থতার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশের পর এমন খবর দিল ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা খারিজ করছে প্রেসিডেন্টের অফিস। এই ধরনের খবরের কোনো ভিত্তি নেই। প্রেসিডেন্ট পুতিন একেবারেই সুস্থ। তার সরে দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই। এর আগে মস্কোর রাজনৈতিক বিজ্ঞানী ভ্যালেরি সোলোভেইকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্ট জানায়, পুতিন পারকিসন্সে ভুগছেন। তাই তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই দুই মেয়ে এবং বান্ধবী এই গুরুদায়িত্ব থেকে অবসর নেয়ার জন্য ‘চাপ’ দিচ্ছেন। সোলেভেই এর দাবি, সমপ্রতি পুতিনের শরীরে পারকিসন্স-এর নানা উপসর্গ ধরা পড়েছে।