চারদিকে হাহাকার
জ্বলছে রোদে, পুড়ছে গায়।
রাজনীতিতে পুড়ছে নেতা
পুড়ছে নীতি সহিংসতা।
আগুনে পুড়ছে ঘর দালান
চাষে পুড়ছে কৃষক কৃষান।
পুড়ছে শিক্ষা গণহারে,
তাইতো পুড়ছে পাঠশালাতে।
দেশ পুড়ছে, পুড়ছে জাতি,
তাইতো পুড়ছে বাংলার মাটি।
পুড়ছে হৃদয়, পুড়ছে স্বপন
পুড়ছে জীবন আর জনগণ।