পুকুরে ভাসছিল প্রিয়সীর নিথর দেহ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:০৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে প্রিয়সী বসাক (৩) নামে এক শিশু। উপজেলার পারুয়া ইউনিয়নের বসাক পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রিয়সী স্থানীয় দীপন বসাকের শিশুকন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার কার্তিক পূজা উপলক্ষে মায়ের হাত ধরে ঘর থেকে বেরিয়েছিল প্রিয়সী। মা পূজা করার সময় সে সমবয়সীদের সঙ্গে বাইরে খেলছিল। একপর্যায়ে সে সকলের অগোচরে পাশের একটি পুকুরে নেমে যায় এবং তলিয়ে যায়। এদিকে দীর্ঘক্ষণ ধরে শিশুটিকে দেখতে না পেয়ে সকলে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সন্ধ্যার দিকে তার নিথর দেহ ভেসে উঠে পুকুরে। তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্ল্লেঙে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মামলা জজ কোর্টে
পরবর্তী নিবন্ধ২০ দিনের মাথায় বাড়ি ফিরলেন আকিব