রাঙ্গুনিয়ায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাছকে খাবার দিতে গিয়ে এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন ভুক্তভোগীরা। রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। পুকুরটিতে চাষ করা রুই, কাতলা, মৃগেল, পাঙাশ, তেলাপিয়া, সরপুঁটিসহ দেশীয় বিভিন্ন প্রজাতির আনুমানিক ৬–৭ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকার বেশি। ভুক্তভোগীদের একজন মোহাম্মদ বক্কর বলেন, এখানে ২টি পুকুর রয়েছে। আমরা ১৫ বন্ধু মিলে দুই বছরের জন্য বর্গা হিসেবে পুকুর দুটি নিয়েছিলাম। অনেক টাকা খরচ করে মাছ চাষ করি। আমরা কারও কোনো ক্ষতি করিনি। মাছ চাষ করে যা লাভ হতো সেই লাভের কিছু অংশ আমরা এলাকার মাদ্রাসা ও গরিব মেয়ের বিয়েতে দিয়ে থাকি। সম্ভবত বুধবার রাতের কোনো এক সময় পুকুরে বিষ প্রয়োগ করা হয়। তিনি আরও বলেন, আমরা এ ঘটনার উপযুক্ত বিচার এলাকাবাসী ও আল্লাহর কাছে দিলাম। অন্যদিকে এ বিষয়ে রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দিবেন বলে জানান অপর ভুক্তভোগী মোহাম্মদ আলম মাস্টার।