সীতাকুণ্ডে পুকুরে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোরীর নাম জান্নাতুল মাওয়া ইশা (১৫)। সে সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মো. ইউসুফের কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়, ইশা শারীরিক প্রতিবন্ধী। সে গত ২০ নভেম্বর বিকালে খেলার ছলে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে সে মারা যায়।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তোফায়েল আহমেদ বলেন, থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।