পুঁজিবাজারের প্রায়োগিক জ্ঞান নিল আইআইইউসি’র ইবি শিক্ষার্থীরা

চিটাগং স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

| বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

পুঁজিবাজার এবং পুঁজিবাজারে বিনিয়োগের প্রায়োগিক দক্ষতা বাড়ানো সম্পর্কে বিশদ ধারণা নিতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের ১৮তম ব্যাচ গতকাল মঙ্গলবার চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শন করেছেন। এসময় সিএসই’র চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মাদ মাহাদি হাসান, এবং হেড অফ ইন্টারনাল অডিট মোহাম্মেদ বারাকাত শফি উপস্থিত ছিলেন। সেশনটি পরিচালনা করেন হেড অফ ট্রেনিং এন্ড এওয়্যারনেস এম সাদেক আহমেদ। আইআইইউসি’র ইকোনমিকস এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. আমজাদ হোসাইন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মাদ মাহাদি হাসান বলেন, শিক্ষার্থীরা হল পুঁজিবাজারের আগামী দিনের বিনিয়োগকারী। পুঁজিবাজারে বিনিয়োগের আগে পুঁজিবাজার বোঝার পাশাপাশি বিনিয়োগের প্রক্রিয়া বুঝতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই ধরনের পরিদর্শন শিক্ষার্থীদেরকে আরো দক্ষ এবং নতুন বিনিয়োগের প্রায়োগিক জ্ঞানে সমৃদ্ধ করবে।

সিএসই সবসময় এই ধরনের কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জানার সুযোগ করে দেয় এবং তাদের মতামতের ভিত্তিতে একটি শক্তিশালী পুঁজিবাজার প্রতিষ্টার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

হেড অফ ট্রেনিং এন্ড এওয়্যারনেস এম সাদেক আহমেদ অধিবেশনে পুঁজিবাজারের সামগ্রিক চলমান অগ্রগতি এবং সিএসই’র কমোডিটি এক্সচেঞ্জ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে তাঁর প্রেজেন্টেশন প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ বিশ্ববিদ্যালয় ও ক্লিফটন গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে শোষণমুক্ত করতে ইসলামকে বিজয়ী করতে হবে