রাউজানের পশ্চিম গুজরা প্রকৌশলী পিয়াল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নােেমন্টের ফাইনাল খেলা গত ২২ মার্চ অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিডিআর লিটন ফুটবল একাডেমির আয়োজনে পশ্চিম গুজরা ইসলামিয়া স্কুল গেটের সামনের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জান মোহাম্মদ চৌধুরী পাড়া ফুটবল একাদশ ১–০ গোলে কাগতিয়া মাইজপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ মো. সাইফুল ও মো. ইকবাল ম্যান অব দ্যা টুর্নামেন্টের পদক লাভ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি কামরুল হাসান বাহদুর, শ্যামল পালিত, পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম,ক্রীড়া সংগঠক সুমন দে, মনজুর মোরশেদ খসরু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি অংশুমান বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াশিংটন বড়ুয়া হিরু ও আনোয়ার হোসেন।