পিবিআই চট্টগ্রাম মেট্রোর উদ্যোগে স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গত ১৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার অতিরিক্ত আইজিপির উদ্যোগে পিবিআই চট্টগ্রাম মেট্রো, চট্টগ্রামের পুলিশ সুপার নাইমা সুলতানার তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট সম্পন্ন হয়। টুর্নামেন্টের ফাইনালে শিশু কিশোর বিভাগে মো. ইরফাতুল আলম আলভি ও মো. আবুল বাশার আবির চ্যাম্পিয়ন হয়। মো. রেজাউল ইসলাম ও মো. মেহরাজুল আলম মাহি রানার্স আপ হয়। বড়দের বিভাগে পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ পরিদর্শক মো. ইখতিয়ার উদ্দিন ও এসআই মো. শাহেদ উল্লাহ চ্যাম্পিয়ন এবং পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল ও এএসআই মো. শাহাবুদ্দিন রানার্স আপ হন।
এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে ডবলমুরিং থানাধীন বার কোয়ার্টার এলাকার শিশু–কিশোরদের ৬ টি টিম এবং পিবিআই চট্টগ্রাম মেট্রোতে কর্মরত অফিসার–ফোর্সের ১২ টি টিম অংশগ্রহণ করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।