পিপলস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রধান কার্যালয় এবং শাখা অফিসসমূহের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ ও তাদের পরিবারবর্গের সম্মিলিত অংশগ্রহণে গতকাল আলিজান জুট মিলস প্রাঙ্গন নরসিংদীতে সম্মেলন অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর নেতৃতে সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করা হয়। পরিচালনা পর্ষদের সদস্য মো. আনোয়ারুল হক, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, ফরহাদ আহমেদ আকন্দ, কবির আহমেদ, মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, জোৎস্না আরা বেগম, শোভিত বিকাশ বড়ুয়া, দিলশাদ আহমেদ, কাজী মসিহুর রহমানসহ প্রাক্তন চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ এবং পরিবারস কোম্পানীতে কর্মরত সকল কর্মকর্তা–কর্মচারীদেরগণ সারাদিন ব্যাপী সম্মেলনে উপস্থিত ছিলেন।
পরিচালনা পর্ষদের সদস্যগণ সকল ব্যবসা উন্নয়ন কর্মকর্তাগণের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় বিগত বছরের সকল কার্যক্রমসমূহের পর্যালোচনা করে ২০২৩ সালের জন্য ব্যবসা বৃদ্ধির একটি দিক নির্দেশনা তুলে ধরেন। কোভিড পরবর্তী এ সম্মেলনে সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী সকল কর্মকর্তাগণ তাদের বক্তব্য তুলে ধরেন এবং সম্মেলনটি যথাযথভাবে আয়োজনের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।