পিপলস্‌ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন

| রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

পিপলস্‌ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন সমপ্রতি ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী সভায় সভাপতিত্ব করেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এম. আবু তাহের, শাহাজাদা মাহমুদ চৌধুরী ও মো. আবুল বাশার। এছাড়াও বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, মাহবুবুর রহমান পাটোয়ারী, এ কে এম আমিনুল মান্নান, শোভিত বিকাশ বড়ুয়া এবং দিলশাদ আহমেদ উক্ত সম্মেলনে সংযুক্ত ছিলেন। এছাড়াও কোম্পানির উপদেষ্টা প্রকৌশলী এম. এইচ. খালেদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. আজিজুল হোসেন ও কোম্পানি সচিব শেখ মো. সরফরাজ হোসেন এবং প্রধান কার্যালয় ও শাখা অফিসসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত সম্মেলনে সংযুক্ত ছিলেন।
সম্মেলনে শাখাসমূহের ২০২১ সালের কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করা হয় ও তদঅনুযায়ী কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয় এবং ২০২২ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণপূর্বক সকলকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিয়মনীতি মেনে কাজ করা এবং করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে গৃহীত সকল কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সিপিবির নেতৃত্বে অশোক-জাহাঙ্গীর
পরবর্তী নিবন্ধপেকুয়ায় অস্ত্রসহ র‌্যাবের হাতে যুবক আটক